বাংলাদেশের চলমান বন্যায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার তিন জেলায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছয় দিন ধরে চলা এই বন্যায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার মানুষ। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ১৩টি উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
ময়মনসিংহের ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং স্থানীয় মানুষজন পানিবন্দী অবস্থায় আছেন। হালুয়াঘাটের বাসিন্দা হজরত আলী বলেন, চার দিন ধরে তারা পানিতে ডুবে আছেন, কিন্তু তাদের খোঁজ নিতে কেউ আসেনি। এদিকে, ফুলপুর উপজেলায় এক তরুণ মাছ ধরতে গিয়ে মারা যান।
নেত্রকোনায়ও পরিস্থিতির অবনতি হয়েছে, এবং জেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। দুর্গাপুরে এক ব্যক্তি পানিতে ডুবে মারা যান। শেরপুরে বন্যার উন্নতি হলেও, নালিতাবাড়ীর কিছু এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, যেখানে বন্যার পানিতে চারটি ইউনিয়নের ৭১টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বন্যায় ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে ঝিনাইগাতী উপজেলায় আমন ধানের ক্ষতির খবর পাওয়া গেছে।