সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ

বুসান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’, আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার আরেকটি বিশাল আসরে প্রদর্শিত হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর অভিনীত চলচ্চিত্র ‘সাবা’। ছবিটি এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। মেহজাবীন চৌধুরী নিজেই ফেসবুকে এই খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, ছবিটি ‘উইন্ডো টু এশিয়ান ফিল্মস’ বিভাগে প্রদর্শিত হবে।

বুসান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ায় মেহজাবীন ভীষণ আনন্দিত। তিনি বলেন, ‘বুসানে যাচ্ছে, এটা আমাদের পুরো টিমের জন্য একটি বড় অর্জন। টরন্টোর পর বুসানে আমাদের ছবি দেখানো হচ্ছে, যা আমাদের কাজের প্রতি আরও উৎসাহ জোগাচ্ছে। অনেকদিন ধরে প্রশ্ন ছিল কেন আমি সিনেমায় কাজ করছি না। অবশেষে প্রথমবার একটি ফিল্ম করলাম এবং সেটা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশকে একটি সিনেমার মাধ্যমে উপস্থাপন করতে পেরে খুবই গর্বিত।’

মেহজাবীন আরও জানান, ‘সাবা’ ছবিটির দৈর্ঘ্য ৯০ মিনিট। এর আগে টরন্টো চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে ছবিটি নির্বাচিত হয়েছিল। এটি মেহজাবীনের প্রথম সিনেমা, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির পরিচালক মাকসুদ হোসেনেরও এটি প্রথম নির্মাণ।

মেহজাবীন চৌধুরী ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

টরন্টো চলচ্চিত্র উৎসব শুরুর আগেই ‘সাবা’র সব টিকিট বিক্রি হয়ে যায়। ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। এখনও বাংলাদেশে ছবিটি মুক্তি পায়নি, তবে নির্মাতা জানিয়েছেন, আগামী বছরের শুরুতে দেশের দর্শকদের সামনে ‘সাবা’ আসবে। এছাড়া আরও কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মাকসুদ হোসেন দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন এবং তিনি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত। বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘বেবিমুন’-এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।

আরও দেখুন

“লাল শাড়ি ও কালো লেহেঙ্গায় ফারিয়ার নতুন রিলস ভিডিও, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন”

শুক্রবার (১৮ অক্টোবর) ছুটির দিনে অভিনেত্রী ফারিয়া একটি ফেসবুক রিলস ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *