লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনই ফুটবলের সেরা তারকা হিসেবে নিজেদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও তাদের নৈপুণ্যে কোনো মলিনতা নেই। তারা একদিকে নিজেদের রেকর্ডের ভাণ্ডার সমৃদ্ধ করছেন এবং অন্যদিকে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন।
ফুটবল মাঠে এ দুই মহাতারকা বারবার তাদের সামর্থ্য প্রমাণ করে চলেছেন। বয়স ও চোট তাদের গতিপথে কোনো বাধা সৃষ্টি করতে পারছে না।
এবার গোলের একটি নির্দিষ্ট রেকর্ডে মেসি রোনালদোকে ছাড়িয়ে গেলেন—পেনাল্টি ছাড়া গোলের ক্ষেত্রে। গতকাল পর্যন্ত রোনালদো এই রেকর্ডে শীর্ষে ছিলেন। কিন্তু নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে হ্যাটট্রিক করে মেসি তাঁকে পেছনে ফেলে দিলেন।
রোনালদো তার ক্যারিয়ারে ১২৪৫ ম্যাচে ৯০৭টি গোল করেছেন, যার মধ্যে ১৬৮টি পেনাল্টি থেকে। অর্থাৎ পেনাল্টি ছাড়া রোনালদোর গোল সংখ্যা ৭৩৯টি। অন্যদিকে, মেসি ১০৭৮ ম্যাচে ৮৪৯টি গোল করেছেন, যার মধ্যে ১০৯টি পেনাল্টি থেকে। ফলে মেসির পেনাল্টি ছাড়া গোল সংখ্যা এখন ৭৪০টি।
গতকালের ম্যাচের আগে মেসির পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি, কিন্তু ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে তিনি রোনালদোকে ছাড়িয়ে গেলেন এবং পেনাল্টি ছাড়া গোলদাতাদের মধ্যে শীর্ষে উঠে এলেন।
দলবদলের বিশ্লেষক ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির এই রেকর্ডের কথা নিশ্চিত করেছেন, লিখেছেন, “লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সর্বাধিক নন-পেনাল্টি গোল করেছেন…৭৪০টি।”
মেসি অবশ্য নিজের রেকর্ড নিয়ে কিছু বলেননি। ম্যাচ শেষে দলের জয়কেই তিনি গুরুত্ব দিয়েছেন। ইনস্টাগ্রামে দলের উদযাপনের ছবি পোস্ট করে মেসি লিখেছেন, “আরেকটি অসাধারণ রাত এবং ক্লাবের আরেকটি ঐতিহাসিক অর্জন। মৌসুমজুড়ে আমাদের সমর্থন জানানো সকলকে ধন্যবাদ।”