রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
ব্রেকিং নিউজ

দুর্গাপূজার কার্নিভ্যালে নৃত্য পরিবেশনা নিয়ে সমালোচনার মুখে ঋতুপর্ণা, সমালোচকদের উদ্দেশ্যে দিলেন খোলামেলা জবাব

কলকাতার আলোচিত আরজি কর কাণ্ডের পর শ্যামবাজারে প্রতিবাদকারীদের ‘গো ব্যাক’ স্লোগানের মুখোমুখি হয়েছিলেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ঘটনার পর থেকেই তিনি নানা বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এবার দুর্গাপূজার কার্নিভ্যালে তার নৃত্য পরিবেশনার কারণে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে এবার সমালোচকদের উদ্দেশ্যে খোলামেলা বক্তব্য দিয়েছেন ঋতুপর্ণা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, “আমি একজন শিল্পী এবং শিল্পসত্তা নিয়েই আমার জীবন গড়েছি। আমার বিবেক কারও কাছে জমা রাখিনি। বছরের পর বছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই আজকের এই অবস্থানে পৌঁছেছি। আমি এখনও একইভাবে পরিশ্রম করে চলেছি। আমাকে নিয়ে নানা কথা শুনি, কিন্তু আমার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হই না। আমি তিলোত্তমার ঘটনার কারণে ভীষণভাবে ব্যথিত ও বিধ্বস্ত।”

কটাক্ষের বিষয়ে তিনি আরও বলেন, “অনেক অনুষ্ঠান এবং পূজার উদ্বোধন বাতিল করেছি, এমনকি পুরস্কার গ্রহণ করতেও যেতে পারিনি। তবে কিছু কাজের ক্ষেত্রে আমার নাচের দলের উপর নির্ভর করতে হয়, কারণ তাদের সংসার খরচ বহন করতে হয়।”

তিনি আরও জানান, “তিলোত্তমার ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি। আমাকে ছোট বা কটাক্ষ করে কিছু প্রাপ্তি সম্ভব নয়। আমার বিবেকের কাছে আমি একদম পরিষ্কার, আকাশের মতো নির্মল। আমাকে কোনো তকমা দিয়ে চিহ্নিত করা যাবে না। আমি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সম্মান করি, সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রাতেও গিয়েছিলাম। আশা করি, সিবিআই, সরকার ও সুপ্রিম কোর্টের মাধ্যমে তিলোত্তমা ও ডাক্তাররা সুবিচার পাবেন।”

অভিনেত্রী বলেন, “মাননীয়ার কাছেও আমি প্রার্থনা জানাই, তবে আমাদের সকলকে কাজ করতে হবে। কাজই আমাদের ধর্ম, আর সেই কাজের মধ্যেই প্রতিবাদ থাকবে, সুবিচারের প্রতীক্ষা থাকবে। তিলোত্তমার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা, এবং ডাক্তারদের প্রতি আমার সহমর্মিতা রইল। সবার সুস্থতার কামনা করি।”

আরও দেখুন

২০২৪ সালে সাফল্যের পথে কারিনা কাপুর: অভিনয় ও উচ্চাকাঙ্ক্ষার গল্প

২০২৪ সালটা কারিনা কাপুরের জন্য সাফল্যের নতুন অধ্যায় হিসেবে শুরু হয়েছে। তার দুর্দান্ত অভিনয়ে সজ্জিত …