বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জামায়াতের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা ও জাতীয় সংসদে দলের প্রতিনিধিদের গঠনমূলক অবদান নিয়ে আলোচনা হয়। এছাড়াও, তাঁরা বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।