চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৪০ জন সরকারি এবং কমপক্ষে ১০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে এদিন ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।
চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৫৯৫ জন। এদের মধ্যে ৮৭১ জন পুরুষ, ৪৩৪ জন নারী এবং ২৯০ জন শিশু। এ পর্যন্ত ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই মারা গেছেন সেপ্টেম্বর মাসে।