চট্টগ্রামের কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে মোহাম্মদ আলী আকবর (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন, যা নিয়ে স্থানীয়রা হাতি অপসারণের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী আকবরের পরিবারের সদস্যরা জানান, আক্রমণের পর তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিহত আলী আকবর ছিলেন মৃত এনামুল হকের ছেলে। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে। পেশায় তিনি ছিলেন রাজমিস্ত্রি। তার মা জোহরা বেগম বলেন, “আমার একমাত্র ছেলের আয় দিয়েই সংসার চলতো, এখন সব শেষ হয়ে গেল।”
হাতি অপসারণের দাবিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়রা কেইপিজেড (কর্ণফুলী ইপিজেড) ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে। নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, রাতে একটি হাতির দল পাহাড় থেকে নেমে এসে তাদের বাড়িতে আক্রমণ চালায় এবং আলী আকবরকে হত্যা করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, হাতির আক্রমণ প্রায় নিয়মিতই ঘটছে, কিন্তু কেইপিজেড কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বুধবারের কর্মসূচিতে কেইপিজেড কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে, ৩ সপ্তাহের মধ্যে হাতি অপসারণের পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া, গত মঙ্গলবার বটতলী আশ্রয়ণ প্রকল্পের পেছনের পাহাড়ে হাতির আক্রমণে আরেক ব্যক্তির মরদেহ খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কেইপিজেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, হাতির আক্রমণ তাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কেইপিজেড কর্তৃপক্ষ সরকারকে হাতির স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু বন বিভাগ তেমন কোনো পদক্ষেপ নেয়নি।