আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মনে করেন, আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে। তবে তিনি এটিকে একটি প্রাথমিক অনুমান হিসেবে দেখছেন এবং নির্বাচনের সম্ভাবনা নির্ভর করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নির্বাচনের তারিখ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অনেকগুলো ধাপ পার হতে হবে। সার্চ কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদসহ বেশ কিছু বিষয় প্রক্রিয়ার মধ্যে আছে। এটি সহজ কোনো কাজ নয়।”
তিনি আরও উল্লেখ করেন, সার্চ কমিটি গঠনের পর নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হবে এবং প্রথম কাজ হবে সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ করা। তিনি বলেন, “ভুয়া নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করা কখনোই কাম্য নয়। হাবিবুল আউয়াল কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এমনটা কেউ কল্পনাও করেনি।”
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ সালের নির্বাচনে ভুয়া ভোটার তালিকা নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছিল, যা নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচন কমিশনের আদেশ ছাড়া সঠিক ভোটার তালিকা তৈরি করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টার আদেশে নয়, বরং নির্বাচন কমিশনের আদেশেই এ তালিকা তৈরি হবে।”
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দ্রব্যমূল্যের বিষয়েও তিনি আলোচনা করেন। নিজের ক্ষমতার বিষয়ে তিনি জানান, উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মতো তাঁরও সমান ক্ষমতা রয়েছে।